skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeআন্তর্জাতিকAl Qaeda: আল কায়দার হামলার হুমকিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি

Al Qaeda: আল কায়দার হামলার হুমকিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি

Follow Us :

নয়াদিল্লি: পয়গম্বরকে নিয়ে বিজেপি মুখপাত্রদের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে ভারতে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল কায়দা৷ সেই হুমকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে র, আইবি-র মতো গোয়েন্দা এজেন্সিগুলি৷ বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার ওই বিতর্কিত মন্তব্যের পরই গত ৬ জুন আল কায়দা হুমকি দেয়৷ তারা জানায়, বিষয়টি অত সহজে ছেড়ে দেওয়া হবে না৷ মহম্মদের সম্মানরক্ষায় যোদ্ধারা শরীরে বিস্ফোরক বেঁধে দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ এবং গুজরাতে আত্মঘাতী হামলা চালাবে৷ এরপরই ওই রাজ্যগুলিকে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থাগুলি৷

গোয়েন্দা সংস্থাগুলি তাদের সতর্কবার্তায় সংশ্লিষ্ট রাজ্যগুলির বিমানবন্দর, মেট্রো স্টেশন, রেল স্টেশন, শপিং মল এবং জনবহুল এলাকাগুলিতে পুলিসের নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে৷ পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলি থেকে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছে৷ আল কায়েদার হুমকিকে হালকাভাবে নিচ্ছে না গোয়েন্দা সংস্থাগুলি৷ তাদের মতে, ভারতে অস্থিরতা তৈরির সুযোগ সবসময় খোঁজে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি৷ কাজেই এরকম ইস্যুতে তারা যে হুমকি দিয়েছে তা কোনওমতেই হালকাভাবে নেওয়া চলবে না৷

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর পশ্চিম এশিয়ার ১৫টি ইসলামিক দেশের মিলিত বিরোধিতায় বিশ্বমঞ্চে কোণঠাসা হয়ে পড়েছে ভারত৷ এবার ধর্ম-দ্বেষ বিতর্কে ভারতকে হুমকি দিয়েছে আল কায়েদা৷ তারা জানিয়েছে, দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ এবং গুজরাতের হিন্দু সন্ত্রাসবাদীরা তাদের মৃত্যুর জন্য প্রস্তুত হোক৷ যারা মহম্মদের অপমান করবে তাদের বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেব৷ এমনকী শিশুদের শরীরে বিস্ফোরক বেঁধে দেব৷

ঘরে-বাইরে প্রবল বিরোধিতার পরেও নূপুর শর্মার সমর্থনে এগিয়ে এসেছেন অনেকেই৷ আল কায়দার হুমকির পরই বুধবার টুইটারে নূপুরকে সমর্থন করেছেন নেদারল্যান্ডের সাংসদ গ্রিট ওয়াইল্ডার৷ তিনি ভারতীয়দের নূপুরের পাশে থাকার আবেদন জানিয়েছেন৷ টুইটে ওয়াইল্ডার লেখেন, আল কায়দার মতো বর্বোরচিত জঙ্গি সংগঠনের কাছে কখনও আত্মসমর্পণ করিনি৷ ভারতীয়দের নূপুর শর্মাকে সমর্থন জানানো উচিত৷ আল কায়েদা এবং তালিবান আমাকে তাদের হিটলিস্টে রেখেছিল৷ ওই ঘটনা থেকে একটাই শিক্ষা পেয়েছি, সন্ত্রাসবাদের কাছে কখনও মাথা নত নয়৷ তাঁর মতে, নূপুর যা বলেছেন সত্যি বলেছেন৷ ইসলামিক দেশগুলির ক্ষোভকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন তিনি৷

আরও পড়ুন: Corona: করোনা পরবর্তীকালে মানসিক রোগের ঝুঁকি বাড়ছে, বলছে মার্কিন গবেষণা

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার, কাউকে ছাড় নয়
02:55:41
Video thumbnail
Mamata Banerjee | কোন ৫ নেতাকে সার্ভে করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
02:05:30
Video thumbnail
Mamata Banerjee | 'লোভ সংবরণ করুন' কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
01:12:50
Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16